স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের ১১০ জন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো এক সম্মতিপত্রের মাধ্যমে এ অনুমোদন দেয় ইসি।
চূড়ান্ত বদলি তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক ২৯ জন ইউএনও বদলি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ১৭ জন, ঢাকা বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে নয়জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে আটজন ও রংপুর বিভাগে সাতজন।
এর আগে ৫ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইসিতে ১১০ ইউএনওকে বদলির প্রস্তাব পাঠানো হয়।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, এক বছরের বেশি সময় দায়িত্বে রয়েছেন এমন কর্মকর্তাদের প্রথমে বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন। গত ৩০ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে ৫ ডিসেম্বরের মধ্যে ইউএনওদের বদলির প্রস্তাব ইসিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়।
নির্বাচন কমিশন গত সোমবার প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ৪৭ ইউএনওকে বদলির প্রস্তাবে সম্মতি দেয়। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, চট্টগ্রাম বিভাগে আট, বরিশাল বিভাগে দুই, খুলনা বিভাগে চার, ময়মনসিংহ বিভাগে ছয়, সিলেট বিভাগের ছয়, রাজশাহী বিভাগের ছয় ও রংপুর বিভাগের দুইজন রয়েছেন। এছাড়া দুজন জেলা প্রশাসককেও বদলি করা হয়।