বিশেষ প্রতিবেদক: প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারনে অনেকটা ফাঁকাই ছিলো প্রশাসনের ব্যস্ততম এই এলাকা। মন্ত্রীদের অনুপস্থিতি ছাড়াও কোনও সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় সচিবালয়ে তদবিরকারীদের আসা-যাওয়াও কম ছিলো। নির্বাচনের পর সংসদ সদস্যদের শপদ গ্রহণ। এর পর মন্ত্রিপরিষদ গঠন। নতুন মন্ত্রিসভায় কারো দফতর বদল হয়েছে, আবার কয়েকজন আগের দায়িত্বেই আছেন। আবার কেউ আগের দফতরেই পদোন্নতি পেয়ে হয়েছেন পূর্ণ মন্ত্রী।
রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কাজে যোগ দিয়েছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণ করে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা আগে থেকে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন দফতরে। এছাড়া মন্ত্রীদের নির্বাচনী এলাকা থেকেও ছুটে আসেন শুভাকাঙ্ক্ষী-শুভান্যুধায়ীরা। কাজে যোগ দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা নিজ নিজ কর্ম পরিকল্পনা কথা তুলে ধরেন সাংবাদিকদের সাথে।
সকাল সোয়া নয়টায় সচিবালয়ে নিজ দফতরে পৌঁছান অর্থমন্ত্রী আবুল হাছান মাহমুদ আলী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। কর্মস্থলে পৌঁছালে অফিস গেটেই সাবের হোসেন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা-কর্মচারীরা।
আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সময় দিতে হবে মন্তব্য করে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, প্রথমেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। তবে রাতারাতি সব সংকট দূর হবে না। পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। অর্থপাচার রোধে কাজ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, টাকার মূল্য কমে গেছে, সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়! অর্থনীতিতে চ্যালেঞ্জ আছে। একটু সময় দেন।
সাড়ে দশটার দিকে অফিসে পৌঁছান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন। মন্ত্রী হিসেবে আজই প্রথম কর্মদিবস তাঁর। মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ উভয় জায়গায় ফুলেল শুভেচ্ছা পেয়েছেন নতুন মন্ত্রী। বিশেষ করে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াঙ্গন উপচে পড়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি সাংবাদিকদের বলেন, বিমানে দুর্নীতি আছে কিনা সেটি আগে দেখতে হবে। আমি আগেও এই মন্ত্রণালয়ে ছিলাম। সুতরাং এখানকার কর্মকাণ্ড সম্পর্কে আমি জানি। সেই অভিজ্ঞতার আলোকে যে কাজগুলো চলছে সেগুলো যেন দ্রুত শেষ হয় সেদিকটা দেখব। যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং কিভাবে আরও উন্নতি করা যায় এবং কিভাবে আরও নতুন নতুন ডেস্টিনেশনে বিমান যেতে পারে সেগুলো দেখার চেষ্টা করব।
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা সবসময় একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইতেন। ২০১৪-১৫ দুটি বছর তারা অগ্নিসন্ত্রাস যারা দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল। ‘বৈদেশিক চাপ সবসময়ই থাকে। অনেক হিসাব-নিকাশ সেখানে থাকে। প্রধানমন্ত্রী সেগুলো যথাযথভাবে মোকাবিলা করে একটা সুন্দর নির্বাচন আমাদের উপহার দিয়েছেন। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন।
স্বাস্থ্যের দুর্নীতি দূর করতে আপনি কী করতে পারেন? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে নতুন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেন, দুর্নীতি যেগুলো বলছেন আপনাদের মতো আমিও শুনছি। ভেতরের খবর আমি জানি না। চেষ্টা করবো, এটুকু বলতে পারি দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে। আমি নিজেও জীবনে কোনোদিন দুর্নীতি করিনি। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন তুমি করো, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবা। আমি সেটাই করবো।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে চাপৃ গভীর চাপ, মধ্যম চাপ আরও নানান ধরনের চাপ ছিল। সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। সুতরাং আমরা কখনো কারও কোনো চাপ অনুভব করি নাই।
সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মজুতদারদের শক্ত হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু)। বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সবসময় একটি চ্যালেঞ্জিং কাজ। ইউক্রেন-রাশিয়া ও ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের কারণে বাজার ব্যবস্থাপনার খরচ বেড়েছে। যার প্রভাব আমাদের বাজারেও পড়েছে।
নতুন সরকারের পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম বলেছেন, দুর্নীতির বিষয়ে কোনো ছাড় নয়। যদিও এটি জাতীয় ইস্যু। এটি রাষ্ট্রীয় ও বৈশ্বিক বিষয়ের সঙ্গে যুক্ত। এটা জাতীয় বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। এটা শিক্ষার সঙ্গেও যুক্ত। এখানে হাত দেওয়া কঠিন। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতি নিরসনে সংগ্রাম চলছে, যুদ্ধ চলছে এবং জেহাদ চলছে। এই যুদ্ধকে এগিয়ে নেব। দুর্নীতি প্রশ্নে কোন আপস নেই।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, সভ্যতার দুইটি হাত, একটি পুরুষ অন্যটি নারী। কাউকে পেছনে ফেলে কোনটাই অগ্রসর হতে পারে না। প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে যে কাজগুলো আছে সেগুলো এগিয়ে নিয়ে যাব। আমি নারী ও শিশু নিয়ে অনেক আগে থেকেই কাজ করি। সেজন্য আমার খুবই ভালো লাগার জায়গা এটি।
প্রকল্প শেষে পরিবহন খুলে গাড়ি জমা না দিলে আগামী দিনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে জনপ্রশাসনমন্ত্রী নিয়োগ পাওয়ার পর প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।