গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি:
শরীয়তপুরের গোসাইরহাটে সোহেল ফুড পার্কের আয়োজনে আলহাজ্ব আব্দুর রাজ্জাক স্মৃতি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধা ৭ টার সময় গোসাইরহাট উপজেলার ঐতিহাসিক খেলার ময়দান (গরুর হাটের মাঠে) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এ টুর্নামেন্টর শুভ উদ্বোধন করেন।

ফাইনাল খেলায় অংশ নেয় ড্রিমন্যান্ড ইদিলপুর একাদশ বনাম গোসাইরহাট কাঁচামাল পট্টি একাদশ। খেলায় ড্রিমন্যান্ড ইদিলপুর একাদশ আগে ব্যাট করে ১০ ওভারে ৯২ রান করে জবাবে গোসাইরহাট কাঁচামাল পট্টি একাদশ ৯৪ রান করে ১০ উইকেটে বড় জয় নিয়ে আসরের প্রথম চ্যাম্পিয়ান হয় তারা। এরপর শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম (পিপিএম) বিজয়ীদের উপহার তুলে দেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুজ্জামান উজ্জ্বল (অঃ) এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম (পিপিএম), বিশেষ আকর্ষন বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের চিত্রনায়ক “শাকিল খান, গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দর্শকবৃন্দরা। এ সময় পুরো টুনামেন্টে সার্বিক তত্ত্বাবধানে মতিউর রহমান মিন্টু বেপারি।

Facebook
Twitter
LinkedIn
Email