স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ ও বন অধিদপ্তরের কোনো কর্মকর্তা পরিবেশ ও বন সংরক্ষণ ও উন্নয়নে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম ও গাফিলতি দেখালে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশের বনকে বনের মতো রাখতে হবে এবং দেশের পরিবেশের মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিবেদিতপ্রাণ থাকতে হবে।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে বন বিভাগের প্রথম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, বন বিভাগের ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটকে নিয়মিত রাজধানীর কাটাবনে পাখির বাজার মনিটরিং করতে হবে। এখানে সব ধরনের অবৈধ পাখি ব্যবসার বিরুদ্ধে এবং পাখির প্রতি নিষ্ঠুর ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তিনি শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। তিনি বন দখল রোধে অগ্রাধিকার ভিত্তিতে বনের সীমানা নির্ধারণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বন বিভাগের প্রধান বন সংরক্ষক এবং বন বিভাগের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে পরিবেশ উপদেষ্টা পরিবেশ অধিদপ্তর পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি পাহাড়-টিলা কাটা, নদী দূষণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। তিনি পরিবেশগত ছাড়পত্র প্রদানসহ অধিদপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নির্দেশনা দেন। তিনি বলেন, জনগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে হলে প্রতিকার ব্যবস্থা জোরদার করতে হবে। কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, দৃশ্যমান ফলপ্রসূ কাজের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা পরিবেশ ও বন অধিদপ্তরের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এমটি/ এএটি