স্টাফ রিপোর্টার: বেসরকারি ৯টি ব্যাংকের কোনো পে-অর্ডার, চেক বা ব্যাংক গ্যারান্টি গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

এসব ব্যাংক হচ্ছে – গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।

এরমধ্যে ৭টি ব্যাংক আওয়ামী সরকারের আমলে নিয়ন্ত্রণ করেছে এস আলম গ্রুপ। তাদের ব্যাপক অনিয়ম ও ঋণ জালিয়াতির ফলে এই ব্যাংকগুলো তারল্য সংকটে রয়েছে। ব্যাংকগুলোর অস্থিতিশীল আর্থিক অবস্থার ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email