স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী, সন্তানসহ পাঁচজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ সংক্রান্ত চিঠি দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।

বিএফআইইউর চিঠিতে শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, পুত্র সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন এবং মো. শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল থেকে তিনি সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেক্ষেত্রে গত ২ সেপ্টেম্বর স্পিকার হিসেবে পদত্যাগ করেন শিরীন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করা হয়। সে দিনই পদত্যাগপত্র কার্যকর করা হয় বলে সরকারি এক গেজেটে জানানো হয়েছে।

এদিকে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলার আরেক আসামি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email