নিজস্ব প্রতিবেদক: “নেমেছি যুদ্ধে, নেশার বিরুদ্ধে”স্লোগান নিয়ে শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগায় মাদক ও জুয়া বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্ট) বিকালে চরভাগা মমিন আলী মোল্লার বাজারে ছাত্র-যুব সমাজের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়।
মাদক ও জুয়া বিরোধী র্যালিতে অংশগ্রহণ করেন, সখিপুর থানা প্রশাসনের লোকজন, আইনজীবী, ডাক্তার, ব্যবসায়ী, ছাত্র-যুব সমাজ, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। র্যালিটি বাজারের পশ্চিম পাশ থেকে শুরু করে পুরো বাজার পদক্ষির্ণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ করে।
র্যালিতে বিভিন্ন শ্লোগান ছিলো, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। মাদক ব্যাবসায়ীদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও। একশন একশন, ডাইরেক একশন। মাদকের বিরুদ্ধে, ডাইরেক একশন। জুয়ারিদের বিরুদ্ধে, ডাইরেক একশন। মাদক ব্যবসা মাদক ব্যবসা, চলবে না চলবে না। মাদক সেবন মাদক সেবন, চলবে না চলবে না। আমরা সবাই কি চাই, মাদক মুক্ত সমাজ চাই। মাদকের আস্তানা, ভেঙ্গে দাও গুড়িয়ে দেও। এলাকাবাসী ঐক্য করো, মাদক মুক্ত সমাজ গড়। সমাজের শত্রুরা, হুশিয়ার সাবধান। মাদক জুয়ার আস্তানা, চরভাগায় রাখবো না।
র্যালি শেষে বক্তারা বলেন, চরভাগা ইউনিয়নে শান্তিপূর্ণ ও মাদকমুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রকাশ্যে অথবা গোপনে কোথাও যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে তাকে ঘটনা স্থলে ধরে প্রশাসনের কাছে তুলে দেওয়া আহবান জানান । সমাজ থেকে মাদক মুক্ত করতে ছাত্র ও যুব সমাজ প্রতিজ্ঞাবদ্ধ।
বক্তারা আরও বলেন, মাদক সমাজ জীবনে সর্বনাশা ডেকে আনছে। মাদকের জন্য হত্যাকান্ড, চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ মূলক কর্মকান্ড ঘটছে। পরিবারে অশান্তি সৃষ্টি করছে এই মাদক। পাশাপাশি উঠতি বয়সের যুব সমাজকে দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মাদক। তাই মাদক প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে।
সখিপুর থানা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এলাকাবাসীর এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। যেখানেই মাদক ব্যবসায়ী ও ইভটিজিং সহ অন্যায়মূলক কর্মকান্ড দেখবেন, তাৎক্ষণিকভাবে আপনারা প্রতিবাদ করবেন এবং দোষীদের ধরে আইনের হাতে সোপর্দ করবেন।
এমটি/ এএটি