অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে আইনগত সহায়তা চেয়ে বিশ্বের ১২টি দেশকে ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে ২৭টির জবাব পেয়েছে তারা।
মঙ্গলবার (অক্টোবর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সাথে এক বৈঠক শেষে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ইইউ এর একটি প্রতিনিধিদল আজ দুদকে আসে। দুদকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ‘ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রতিনিধিদলের কাছে সহযোগিতা চাওয়া হয়। তারা সহযোগিতার আশ্বাস দেয়।’
আক্তার হোসেন জানান, সবচেয়ে বেশি অর্থ পাচার করা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়।
অপরাধ প্রতিরোধ, তদন্ত ও বিচারের ক্ষেত্রে এমএলএ এমন একটি আইনি ব্যবস্থা যার মাধ্যমে বিভিন্ন দেশ একে অন্যকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা প্রদান বা গ্রহণ করতে পারে। এর মাধ্যমে অপরাধীরা যাতে ভিন দেশে পালিয়ে গিয়ে আইনি প্রক্রিয়াকে ফাঁকি দেওয়া বা বাধাগ্রস্ত না করতে পারে– সেজন্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা হয়।
এমটি/ এএটি