অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় এর আগে তাকে ওএসডি করা হয়েছিল।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার সন্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

শনিবারের ওই পোস্টে তাপসী লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

এমন স্ট্যাটাসের পরই শুরু হয় আলোচনা-সমালোচনা। এই মন্তব্যের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা তাপসী তাবাসসুমের গ্রেপ্তার এবং স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানায়।

সকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার না করলে উত্তরবঙ্গ ব্লকেড এবং রংপুরে লংমার্চ কর্মসূচি পালনের আলটিমেটাম দেওয়া হয়। আন্দোলনকারীরা বিক্ষোভে ‘শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি মেনে নেওয়া হবে না’ বলে স্লোগান দেন এবং তাপসীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email