শরীয়তপুর প্রতিনিধি: বিগত সময় যাকেই ক্ষমতায় বসিয়েছেন সবাই চুরি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, আয়নাঘর তৈরি করে নিরীহ মানুষদের হয়রানি করেছে। একবার ইসলামিক দলকে ক্ষমতায় বসিয়ে দেখেন। আমরা শুধু নেতার নয়, নীতির পরিবর্তন চাই।
মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শায়েখে চরমোনাই ফয়জুল করিম।
তিনি বলেন, বিগত সময়ে ওসির পরিবর্তন হয়েছে, এসপির পরিবর্তন হয়েছে, ডিসির পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষের পরিবর্তন হয়নি। তাই আমরা ব্যক্তির নয় নীতির পরিবর্তন করতে চাই। ৫৩ বছরে এদেশের সরকার জনগনের জন্য আইন পাশ করে নাই, করেছে নিজেদের সরকারের নিরাপত্তার জন্য।
তিনি আরও বলেন, ইসলামি অর্থনীতি সব গরীবদের জন্য। ইসলামি অর্থনীতি প্রয়োগ করলে বাংলাদেশের অর্থনীতি দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিগত সরকারের সময় ৯৮ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গেছে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ সখিপুর থানা শাখার সভাপতি ডাঃ মুহাম্মদ রাশেদ হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলি,শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান,কেন্দ্রীয় ইসলামী আইনজীবী পরিষদের সহ-সভাপতি এ্যাডঃ মুহাম্মদ মানিক মিয়া সরদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাওলানা কারামত আলী।
এমটি/ এএটি