অনলাইন ডেস্ক: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-র আমদানি দায় পরিশোধের পর বাংলাদেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮.৪৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ১.৫ বিলিয়ন (১৫০ কোটি) ডলার আমদানি বিল পরিশোধ করা হয়েছে।
প্রতি দুই মাস অন্তর করতে হয় আকুর পেমেন্ট। যা করার আগে গ্রস রিজার্ভ ছিল ১৯.৯৬ বিলিয়ন ডলার।
তবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মূল্যায়নের প্রচলিত পদ্ধতি অনুসারে, আজ ১২ নভেম্বরে গ্রস রিজার্ভ নেমে এসেছে ২৪.১৯ বিলিয়ন ডলারে।
এর আগে জুলাই ও আগস্ট মাসের আমদানির বিল বাবদ ১.৩৭ বিলিয়ন ডলার আকুকে পরিশোধ করে বাংলাদেশ।
আঞ্চলিক আমদানির ক্ষেত্রে নয়টি সদস্য দেশ – বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক লেনদেন নিষ্পত্তি করে আকু পেমেন্ট গেটওয়ে। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়। এসব দেশের কেন্দ্রীয় ব্যাংক বহুপাক্ষিক এই লেনদেন ব্যবস্থায় অংশ নেয়।
এমটি/ এএটি