africa-bestআফ্রিকার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মোহামেদ সালাহ, আশরাফ হাকিমি ও ভিক্টর ওসিমহেন। সালাহ এর আগে দু’বার এ পুরস্কার জিতেছেন। হাকিমি ও ওসিমহেন প্রথমবারের মত সেরা তিনে।

বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তোলায় বড় অবদান হাকিমির।
ওদিকে ওসিমহেন ৩৩ বছর পর নাপোলিকে লিগ শিরোপা জেতাতে রেখেছেন বড় ভূমিকা। ২৬ গোল করেছেন এই নাইজেরিয়ান। ইতালিয়ান ফুটবলার্স অ্যাসোসিয়েশনের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি এর মধ্যে।

সালাহ টানা দুবার বর্ষসেরা হওয়ার পর শেষ দুই বছর রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে।
সে দু’বারই জিতেছেন সাদিও মানে। সৌদি লিগে পারি জমানো সেনেগালিজ তারকা এবার মনোনয়নই পাননি। আফ্রিকান ফুটবল কনফেডারেশন আগামী ১১ ডিসেম্বর মারাকেশে ঘোষণা করবে এবারের বিজয়ীর নাম।

এর আগে গত ১ নভেম্বর ৩০ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল।
সেখান থেকেই বেছে নেওয়া হয়েছে এই তিনজনে। ওসিমহে এবারের ব্যালন ডি’অরের তালিকায়ও অষ্টম স্থানে ছিলেন। ১১ তম স্থানে ছিলেন সালাহ। হাকিমি অবশ্য জায়গা পাননি। মরক্কো থেকেই ১৩ তম হয়েছিলেন গোলরক্ষক ইয়াসিন বোনো।

Facebook
Twitter
LinkedIn
Email