সাহিত্য ডেস্ক: সিটি অব জয় কলকাতার কলেজ স্ট্রিটের ওয়াইএমসিএ ভবনে ৭ ডিসেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের কবি সৌম্য সালেকের একক কবিতাসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল প্রকাশনী পালক পাবলিশার্স অনুষ্ঠানটির আয়োজন করে।

স্বাগত ভাষণে কবি তন্ময় মণ্ডল বলেন, ‘সৌম্য সালেক কেন, যে কোনো বাঙালি কবিই বাংলা ভাষার কবি। তিনি পৃথিবীর যে ভৌগোলিক অবস্থান থেকেই লেখালেখি করুন না কেন, আদতে তিনি বাংলা ভাষার সৌকর্য বাড়িয়ে চলেছেন। তাই বাংলাদেশের কবি না বলে সৌম্যকে বাংলা ভাষার কবি বলাই আমাদের শ্লাঘার এবং গর্বের।

স্বাগত বক্তব্যের পর একগুচ্ছ কবিতা পাঠ করেন কবি সৌম্য সালেক। কবিতাবিষয়ক তার বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতিও ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি সঞ্জয় কুমার মুখোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে কলকাতাবাসীর পক্ষ থেকে তিনি অভিবাদন জানান কবিকে।

কবি ও গীতিকার সারস্বত উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। পালক পাবলিশার্সের পক্ষ থেকে কবিকে প্রতীপ হালদার বিশেষ উপহার তুলে দেন। আয়োজন সহযোগী হিসেবে ছিল শিল্প-সাহিত্যের পত্রিকা ‘নবাঙ্কুর’ ও ‘আলাপ টিভি’।

‘কাঁটাতার বাঙালির ভাষা ও প্রেম ভাগ করতে পারেনি’ এ কথা কবি সৌম্য সালেকের বক্তব্যে জোরালোভাবে উঠে আসে। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্রদ্যুত মণ্ডল ও সম্রাট চক্রবর্ত্তী। অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারা মনোমুগ্ধকর আয়োজনে আনন্দ প্রকাশ করেন।

কবি সৌম্য সালেক ১৯৮৭ সালের ২৭ ফেব্রুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর করেন। এরই মধ্যে তার ৯টি বই প্রকাশিত হয়েছে। শিল্প-সাহিত্যচর্চার স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত বেশ কিছু পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবে নিয়োজিত আছেন।

Facebook
Twitter
LinkedIn
Email