স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে রিভিউ খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন।একইসঙ্গে এই মামলার খরচা হিসেবে রিটকারীকে লাখ টাকা দেওয়ার আদেশও বহাল রাখা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী এম এ আজিজ খান।
গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে ৭ মার্চ একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।
অন্যদিকে, রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা সংক্রান্ত ইসির প্রজ্ঞাপন নিয়ে আবদুল মোমেন চৌধুরী, কে এম জাবিরসহ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী ১২ মার্চ আরেকটি রিট করেন।
পৃথক দুটি রিটের ওপর শুনানি নিয়ে ১৫ মার্চ তা সরাসরি খারিজ করেন বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ।
এরপর এম এ আজিজ খান আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন, যেটি ১৮ মে খারিজ হয়ে যায়।
১৮ মে খারিজের পর অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানান, এ ধরনের মামলা করে রাষ্ট্রের সময় নষ্ট করা, আদালতের সময় নষ্ট করাসহ বিভিন্ন কারণে মামলার খরচ হিসেবে এক লাখ টাকা রিটকারীকে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেছেন আদালত।
এরপর রিটকারী আইনজীবী ১৮ মের রায় রিভিউ চেয়ে আপিল বিভাগে আবেদন করেন, যেটি বৃহস্পতিবার খারিজ করে দেন আপিল বিভাগ।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ এপ্রিল থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এমটি/ এএটি