স্টাফ রিপোর্টার: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন স্থানে সংসদ সদস্য প্রার্থীদের কারণ দর্শাও নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। অনেক প্রার্থী ইতোমধ্যে সশরীরে হাজির হয়ে নোটিশের জবাব দিয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

মেহেরপুর: সরকারি গাড়ি ব্যবহার করে জনসংযোগ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেনকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। রোববার মেহেরপুরের যুগ্ম জেলা জজ ও নির্বাচন অনুসন্ধান কমিটির জেলা শাখার সভাপতি মো. কবির হোসেন এই কারণ দর্শাও নোটিশ প্রদান করেছেন।

নোটিশে বলা হয়েছে, ‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ প্রার্থী ফরহাদ হোসেন আপনি গত ৯ ডিসেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যানের শোলমারীস্থ বাসভবনের সামনে নির্বাচনি জনসভায় অংশগ্রহণে পুলিশ প্রটোকলসহকারে সরকারি গাড়িযোগে উপস্থিত হন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১২ ও ১৪(২) এর লঙ্ঘন। আগামী ১২ ডিসেম্বর দুপুর ১২টার সময় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে সশরীরে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হলো।’

এমটি

Facebook
Twitter
LinkedIn
Email