স্টাফ রিপোর্টার: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে একটি কেন্দ্রে অনিয়ম হলেও, ভোট বন্ধ করে দেওয়া হবে। সে ক্ষেত্রে পোলিং এজেন্টদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপুর্ণ। যথাসময়ে অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন প্রিজাইডিং অফিসার।
রোববার দুপুরে ময়মনসিংহ অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মাঠ প্রশাসনের কর্মকর্তা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্লের জবাবে সিইস বলেন, ‘ভোট দিলে এখানকার ভোট ওখানে যাবে এ কথা ঠিক নয়, অবান্তর। আমি দায়িত্বটা পালন করছি মাত্র। নির্বাচন অনুষ্ঠিত করতে গিয়ে, তৃপ্তি অতৃপ্তি থাকবেই। তবে, আমি আমার দায়িত্বটা পালন করছি, এর বাইরে কিছু না।
সিইসি আরও বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে এসে ভোটার যদি বলে ভোট দিতে পারলাম না। যদি কারচুপি হয় তাহলে অভিযোগ পেলে সে কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে। আপনারা ভোট দিতে না পারার কথা এবং ভোট দিতে পারার কথা দুটোই লিখবেন। কোনো বিভ্রান্তি লিখবেন না। কারণ ভোট দিতে পারা মানে ভোট ক্রেডিবিলিটি পায়। এর আগে সিই্সি প্রথমে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভা থেকে বেড়িয়ে এসে প্রার্থীরা বলেছেন, কমিমনার তাদের কথা শুনেছেন। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রার্থীরাও প্রস্তুত, এখন ভোটের অপেক্ষা। এ সময় নির্বাচন কমিশন সচিব মো জাহাঙ্গীর আলম, বিভাগীয় কমিমনার উম্মে সালমা তানজিয়া, ডিআইজি শাহ আবিদ হোসেনসহ সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।