মিজানুর রহমান, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের(জেইউডিও) ২০২৪ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি এবং সাধারণ সম্পাদক হয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমীদ খান রাইয়ান।
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষে নতুন এ কমিটি ঘোষণা করেন জেইউডি ও’র সদ্য সাবেক সভাপতি নরূ আহম্মদ হোসেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) জাহিদলু ইসলাম নাবিল, সহ-সভাপতি (বাংলা) ফারিম আহসান, সহ-সভাপতি (ইংরেজি ) মির্জা সাকি , যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) লামিয়া ইসলাম প্রত্যাশা, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি ) সাদমান অলিভ, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) মোয়াল্লেম হাসনাত দিদার, সাংগঠনি ক সম্পাদক সাদমান কৌশিক, সহ সাংগঠনি ক সম্পাদক তানভীর মোর্শেদ তামীম, অনষ্ঠুান সম্পাদক ফাতি মা-তুজ-জোহরা, অর্থ সম্পাদক ইবনে আহমেদ আলবিরুনী রাজন, দপ্তর সম্পাদক মালিহা নামলাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিফানূর রহমান ফায়েজ, শিক্ষা ও গবেষণা সম্পাদক সাদাত ইবনে ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক তাজনু ইসলাম, প্রেস ও মিডিয়া সম্পাদক জান্নাতুন্নেছা বিনতে জামান এমিলি এবং ইংরেজি সেশন সমন্বয়ক মোঃ আল লবুান। এছাড়াও কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফুল ইসলাম আকাশ, বর্ণ সাহা বিশাল ও চন্দন কুমার রায়।
অন্যদিকে জেইউডি ও ইংলিশ ফোরামের কো-অরডিনেটর হিসেবে মির্জা সাকি , মেম্বার সেক্রেটারি হিসেবে সাদমান অলিভ, সেশন কো-অরডিনেটর হিসেবে মোঃ আল লবুান এবং সদস্য হিসেবে ইশতিয়াক বিন ইকবাল ও সামিয়া ইসলাম দায়িত্ব পালন করবেন।
যুক্তিবাদী ও মননশীল সমাজ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত হওয়া এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নরুূল আলম এবং মডারেটর ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতি কুর রহমান।
এছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক অধ্যাপক আহমেদ রেজা এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ প্রদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।