স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং অফিসার আনিসুর রহমান বলেছেন, এবারের নির্বাচন হবে আরবী হরফ আলিফের মতো সোজা। ফ্রি, ফেয়ার এবং পিসফুল। নিজেকে তৈরী করুন জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবার জন্য। কে কোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ভুলে যান, ভোটের দিন প্রিজাইডিং অফিসারগণ তাদের লিডারশীপ কোয়ালিটির মাধ্যমে আইনি শক্তি প্রয়োগ করে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ধামরাই উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান বলেন, এবারের নির্বাচনে ভয় পাওয়ার কোন কারন নেই। আপনি একা নন, আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট আপনাদের সাথে আছে। আমরা সকলে মিলে ১৯৩ ঢাকা-২০ আসনবাসীকে একটি মডেল ইলেকশন উপহার দিতে চাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাঃ জাহাঙ্গীর হোসেন। সভাপতি করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ১৯৩ ঢাকা-২০ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার জনাব মোঃ ফরিদুল ইসলাম। উপস্থিত ছিলেন মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ।

Facebook
Twitter
LinkedIn
Email