স্টাফ রিপোর্টার: আগামী বুধবার (১৭ জানুয়ারি) রাতে উগান্ডার উদ্দেশে রওয়ানা দেবেন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। একটি বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে উগান্ডা সফর করবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই হতে যাচ্ছে তার প্রথম বিদেশ সফর। তবে প্রথম দ্বিপাক্ষিক সফর ভারতে করবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আপনাকে অভিনন্দন জানিয়েছেন, ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা সময়টা দেখছি, সেটি নিয়ে আমরা কাজ করছি।
অপর এক প্রশ্নের জবাবে বলেন, ভারতেই দ্বিপাক্ষিক সফর প্রথম হবে। তবে বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতে আগামী ১৭ জানুয়ারি রাতে উগান্ডা সফরে যাচ্ছি।