ইতালি থেকে রিয়াজুল ইসলাম কাওছার
আমরা আছি সারা বিশ্ব জুড়ে এই স্লোগানের মধ্য দিয়ে অনারম্বর পরিবেশে ইতালির মিলানে পালিত হল প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের যুগবর্তী অনুষ্ঠান। গত রবিবার বিকেলে ইতালির মিলানে আভিজাত্য একটি রেস্তোরাঁয় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের একযুগ পূর্তি উপলক্ষ্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাবের প্রধান সমন্বয়কারী শফিক খান।
ভিআইপি ক্লাবের কেন্দ্রীয় সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ভিআইপি ক্লাবের সমন্বয়কারী আরিফুল ইসলাম। বক্তব্য রাখেন মামুন হাওলাদার,আব্দুল বাসিত দলই,জিয়া গাজী,সৈয়দ মনিরুল ইসলাম, নুরুল ইসলাম মাস্টার,শাজাহান সহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি শফিক খান কে ইতালির মিলান আগমনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শেষে একযুগ পূর্তিতে কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের মাধ্যমে মানবতার কল্যাণে কাজ ও এবং প্রবাসীদের স্বার্থরক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শুরু হয় মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই এর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে। এতে অংশনেয় প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের সদস্য ছাড়াও স্থানীয় সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সাংবাদিকরা ।