স্টাফ রিপোর্টার: আগে বোলিং করতে নেমে রংপুর রাইডার্সকে ১৩৪ রানেই আটকে রেখেছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। ম্যাচটা সেখানেই বরিশালের দিকে হেলে পড়ে অনেকটা। টি-টোয়েন্টিতে ১৩৪ আবার স্কোর নাকি! পরে সহজে ম্যাচ জিতেছেও বরিশাল।
তামিম ইকবাল ওপেনিংয়ে শুরুটা এনে দিয়েছিলেন দুর্দান্ত। পরে মুশফিকুর রহিমের দায়িত্বশীল এক ইনিংস ও শেষ দিকে মাহমুদউল্লাহ ছোট ঝড়ে ৫ উইকেটের দারুণ জয় পেয়েছে বরিশাল।
শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৪ রানের জবাব দিতে নেমে বরিশালের হয়ে দারুণ শুরু করেন তামিম ইকবাল। ইনজুরি এবং বিভিন্ন বিতর্ক নিয়ে টানা প্রায় চার মাস ক্রিকেটের বাইরে ছিলেন তামিম। আজ ব্যাট হাতে নামার পর সেটা খুব বেশি বুঝা গেল না।
প্রথম ওভারেই তিন চার হাঁকিয়ে ১২ রান তুলে নিয়েছিলেন তামিম। যতক্ষণ ক্রিজে ছিলেন বেশ স্বচ্ছেন্দেই খেলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। অষ্টম ওভারে আফগানিস্তানের মোহাম্মদ নবিকে ডাউন দ্য উইকেটে এসে বিশাল একটা ছক্কা হাঁকানোর পর পরের বলে আবারও ছক্কা হাঁকাতে উঠেছিলেন তামিম। কিন্তু ব্যাটে বলে হয়নি। দলীয় ৬৬ রানের মাথায় ২৪ বলে ৫টি চার ১টি ছয়ে ৩৫ রান করে ফিরেছেন।
তার আগেই ১৬ বলে ১২ রান করে ফিরেছেন বরিশালের অপর ওপনার ইব্রাহিম জাদরান। তবে বরিশালের লম্বা ব্যাটিং লাইনআপের কাছে সেসব বাঁধা হতে পারেনি। মিডল অর্ডারে ২৬ বলে ২৭ রানের একটা ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। শেষ দিকে ১১ বলে দুই ছক্কায় ১৭ রানের একটা ইনিংস খেলে বরিশালের জয় নিশ্চিত করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এছাড়া মেহেদি হাসান মিরাজ ১৮ বলে ২০ ও পাকিস্তানের শোয়েব মালিক ১৮ বলে ১৭ রান করেছেন। ১৯.১ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৩৮ রান তুলে ফেলে বরিশাল। রংপুরের হয়ে সাকিব আল হাসান ৪ ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন।
এর আগে বরিশালের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন জাতীয় দলের অনিয়মিত পেসার খালেদ আহমেদ। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তামিমের সিদ্ধান্তটা কাজে লেগেছে দুর্দান্তভাবে। শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন তার দলের বোলাররা।
বিশেষ করে পেসার খালেদ আহমেদ। জাতীয় দলের অনিয়মিত এই পেসার আজ ৪ ওভার বোলিং করে ৩১ রান খরচায় একাই নিয়েছেন চারটি উইকেট। যার মধ্যে সাকিব আল হাসানের উইকেটটাও আছে।
শুরুতে খালেদ ও বরিশালের অপর পেসার মোহাম্মদ ইমরানের তোপে ১৫ রানে তৃতীয় উইকেট হারানো রংপুর ৩১ রানে হারায় চতুর্থ উইকেট। এরপর শামীম পাটোয়ারী, আফগানিস্তানের মোহাম্মদ নবি ও শেখ মাহেদি হাসান প্রতিরোধ গড়তে চেয়েছেন। তবে তাদের বড় স্কোর গড়তে দেয়নি বরিশাল। বরিশালের স্পিনার মেহেদি হাসান মিরাজও আজ দারুণ বোলিং করেছেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রানে থেমেছে রংপুর। ৩৩ বলে সর্বোচ্চ ৩৪ রান করেছেন শামীম পাটোয়ারী। এছাড়া মেহেদি হাসান ১৯ বলে ২৯, নুরুল হাসান সোহান ২৩ ও মোহাম্মদ নবি ১০ রান করেছেন।
বরিশালের অপর বোলারদের মধ্যে মিরাজ ৩ ওভারে ১৩ রান খরচায় নিয়েছেন দুই উইকেট।
এমটি/ এএটি