স্টাফ রিপোর্টার: আমাদের সন্তানরা বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তারা বিজয়ী হচ্ছে। এটা আমাদের মানসিক বল। বাঙালিদের মাঝে সবচেয়ে বেশি মনোবল রয়েছে। আমরা অনেক রক্ত, অনেক কষ্টের বিনিময়ে আজকের এ বাংলাদেশ পেয়েছি। সেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের তরুণ প্রজন্মকে। বিজ্ঞানখাতে আজকে যে চাওয়া, সেটির সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।

মঙ্গলবার (৬ ফেব্রু) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ‘গাঙচিল’ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সচিব মো: আলী হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকট্রনিক্স ইঞ্জি: বিভাগ এর অধ্যাপক ড. লাফিফা জামাল, সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন ড. সেঁজুতি রহমান, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান প্রমূখ।

অতিথিদের বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, গবেষণার জন্য টাকা দেয়া হচ্ছে এবং তা প্রস্তুত আছে। তবে গবেষকরা যদি গবেষণার কাজে টাকা নিতে না আসেন তাহলে কীভাবে দেব? রোবটিক্সের জন্য টাকা নিতে আমার কাছে আসা হয় না কেন এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, অনেকে বলার সময় অনেক কিছু বলে চলে যায়। দোষারোপ করে কাজ হবে না। আমরা গবেষণার জন্য টাকা দিতে প্রস্তুত এবং দিচ্ছিও। কিন্তু আপনারা যদি না আসেন, আপনাদের প্রপোজাল নিয়ে না আসেন, তাহলে আমরা টাকা দিব কাকে, কিভাবে?

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অনেক কিছু নেই তোমাদের, তাও তোমরা দেশের জন্য মেডেল নিয়ে এসেছো। কীভাবে পেরেছে; এদের মনোবলের জোরে এরা পেরেছে। শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের এই মনোবলটাকে আরও বাড়িয়ে তোলা। তিনি আরও বলেন, তোমরা যারা এ অর্জন ছিনিয়ে নিয়ে এসেছে, তোমরা সোনার মানুষ, যে শিক্ষক তোমাদের শিখিয়েছেন, তোমাদের নিয়ে গিয়েছেন তারাও সোনার মানুষ। আমি প্রধানমন্ত্রীকে বলবো আপনি যেমন, ক্রিকেট খেলা দেখতে গিয়ে পতাকা হাতে হাত নাড়ান, আমাদের এ সন্তানদের জন্য জাদুঘরের ‘গাঙচিল’ মিলনায়তনে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড ও ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড’ এ বাংলাদেশ দলের বিজয়ীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার।

উল্লেখ, ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে ৩টি স্বর্ণপদকসহ মোট ১৫টি পদক অর্জন করে বাংলাদেশ দল। স্বর্ণপদক ছাড়া বাকিগুলোর মধ্যে রয়েছে ৬টি রৌপ্যপদক, ৪টি ব্রোঞ্জপদক ও ২টি টেকনিক্যাল পদক। ২৬টি দেশের প্রায় ১ হাজার ৪০০ প্রতিযোগী এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়। ১৬ থেকে ১৯ জানুয়ারি গ্রিসের রাজধানী এথেন্সে ২৫তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গত শনিবার এথেন্সের ফ্যালিরো কোস্টাল জোন অলিম্পিক কমপ্লেক্সে অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও-২০২৩) বাংলাদেশ দল ৩টি রৌপ্যপদক ও ৩টি ব্রোঞ্জপদক অর্জন করে। ৫৪টি দেশের অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বয়সীদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি গত ১-৯ ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়। এতে ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নিয়ে ছয়জনই পদক অর্জন করে। শনিবার (৯ ডিসেম্বর) ব্যাংককের একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদেরকে পদক তুলে দেয়া হয়।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email