স্টাফ রিপোর্টার: রামপুরা বনশ্রী ফরাজী হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ। গত শনিবার ৪ ফেব্রুয়ারি বিকালে ফরাজী হাসপাতালে এই তিন নবজাতকের জন্ম হয়।

তিন শিশু জন্ম দেওয়া প্রসূতির নাম শিলা খাতুন (২৪)। তিনি নাজিরাবাদ ত্রিমনি খিলগাঁও থানার শাহারুল ইসলামের স্ত্রী।

ফরাজী হাসপাতাল লিমিটেড বনশ্রী শাখার ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মোক্তার হোসেন বলেন, গত রোববার সকালে ব্যথা নিয়ে হাসপাতালে আসেন শিলা খাতুন। তাঁকে হাসপাতালের গাইনি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রোকেয়া খাতুনের অধীনে ভর্তি করা হয়। সন্ধায় অস্ত্রপচারের মাধ্যমে শিলা খাতুন ১ পুত্র সন্তান এবং দুই কন্যা সন্তানের জন্ম দেন।

প্রফেসর রোকেয়া খাতুন জানান, শিলা খাতুন প্রথমে কন্যা সন্তানের জন্য দেয় তার ওজন ১.৫ কেজি। পরে ছেলে সন্তান হয়। ছেলে সন্তানের ওজন ১.৯ কেজি। সর্বশেষ মেয়ে সন্তান হয় তার ওজন ১.৬ কেজি।

তিনি বলেন, সন্তান প্রসব হওয়ার পর তিন নবজাতক ও মা সুস্থ সবাই সুস্থ্য ছিলেন। এখনও সুস্থ্য আছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় তারা
রিলিজ নিয়ে চলে জান।

প্রসূতি শিলা খাতুন বলেন, ৮ বছর পর আমার প্রথম সন্তান হলো। একসঙ্গে সুস্থভাবে তিন সন্তানের জন্ম দিয়ে তিনি খুশি।

এমটি/ এএটি

 

 

 

Facebook
Twitter
LinkedIn
Email