স্টাফ রিপোর্টার: দেশের জুয়েলারি শিল্প নিয়ে তথ্যবহুল, অনুসন্ধানী ও গবেষণাভিত্তিক প্রতিবেদন লেখার জন্য বিভিন্ন মিডিয়া হাউসের মোট নয়জন সাংবাদিক তিনটি বিভাগে “বাজুস মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩” দেয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীরা স্বর্ণপদক ও ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ডের জুরি বোর্ডের চেয়ারম্যান মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়, উপদেষ্টা রুহুল আমিন রাসেল ও সাবেক সভাপতি দিলীপ কুমার রায় প্রমুখ।

তিনটি বিভাগে সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন মোট নয়জন প্রতিবেদনকে এই সম্মাননা দেয়া হয়। প্রতিটি ক্যাটাগরির তিনজন সাংবাদিক যথাক্রমে দেড় লাখ টাকা ও ১ লাখ টাকা মূল্যের স্বর্ণপদক পেয়েছেন।

বিজয়ীরা হলেন- সংবাদপত্র ক্যাটাগরিতে জনকণ্ঠের রহিম শেখ, বিজনেস পোস্টের রফিকুল ইসলাম, (রফিকুল সম্প্রতি ডেইলি সানে যোগ দিয়েছেন) এবং কালবেলার শাহ আলম খান।

টেলিভিশন ক্যাটাগরিতে চ্যানেল ২৪ এর মোহাম্মদ শাহরিয়ার আরিফ, বাংলাভিশনের ফররুখ আহমেদ বাবু ও জিটিভির তাওহিদুল ইসলাম রানা এবং অনলাইন ক্যাটাগরিতে একুশে ডটকমের শরিফুল ইসলাম, ঢাকাপোস্ট ডটকমের এফ এম আবদুর রহমান মাসুম ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের আবু সাঈদ (সাঈদ শিপন) পুরস্কার জিতেছেন।

এমটি/ এএটি

 

Facebook
Twitter
LinkedIn
Email