ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঠাকুরগাঁও জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা কল্যাণ সমিতির নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের লেকে অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংগঠনটির সভাপতি কপিল দেব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক তৌহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন স্পেস জিরো লিমিটেডের ডিজিএম সেলিম চৌধুরীসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা।

এসময় আলোচনা সভা ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও নবীন শিক্ষার্থীদের ফুল, শিক্ষা সামগ্রী ও ক্রেস্ট প্রদান করে বরণ করে নেন সংগঠনটি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন বলেন, তোমার বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য নিয়ে এসেছো তা সফল করতে পরিশ্রম করো। আর বিশ্ববিদ্যালয়ে কি কাজ করা উচিত এবং কি কাজ করা উচিত নয় তা ভেবে জীবনকে পরিচালনা করবা।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email