আবু হানিফ, জবি: ব্লাড ক্যান্সারে (নন-হজ্জকিন লিম্ফোমা) ক্যান্সারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির উদ্দিন শাখাওয়াতের চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ে গান গাইবেন তাসরিফ খান ও তার ব্যান্ডদল কুঁড়েঘর।

আগামী ২৮ ফেব্রুয়ারি (বুধবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে একটি কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে কুঁড়েঘর ছাড়াও মেট্রোলাইফ, ওডিডি সিগনেচার, প্রতিবিম্ব, চান্দেরগাড়িসহ জনপ্রিয় ব্যান্ডদলগুলো কনসার্টে অংশ নেবে।

কনসার্ট আয়োজকদের মধ্যে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন জানান , জহির ভাইয়ের চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন। এ কথা ভেবে আমরা উদ্যোগ নিয়েছি। তাসরিফ ভাই সাড়া দিয়েছেন। তিনি আরও বলেন ইতোমধ্যেই থেরাপি নিয়ে প্রায় ৮ লাখ টাকা খরচ হয়েছে। এই মূহুর্তে তাকে ভারতে পাঠাতে হবে। যাতে সম্পূর্ণ চিকিৎসা করতে আরো প্রায় ১৮-২০ লাখ টাকা প্রয়োজন। এমতাবস্থায় আমরা ফান্ড জোগাড় করার জন্য কনসার্ট আয়োজন করেছি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কনসার্টের টিকিট ১০০ টাকা ও বহিরাগতদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে পাওয়া যাবে কনসার্টের টিকেট।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email