ইবি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক পদে চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নুর আলম মনোনীত হয়েছেন।

“ক্ষমতা দখলের হাতিয়ার নই, এসো দিন বদলের যোদ্ধা হই” স্লোগানকে সামনে রেখে ১৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে আয়োজিত কাউন্সিলে প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার রেজা।

২৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন, ওবাইদুর রহমান আনাস, উদয় দেবনাথ ও সাদিয়া মাহমুদ মিম। সহ- সম্পাদক ইমতিয়াজ আহাম্মেদ ইমন, আসিফুর রহমান ও শেখ সুমন।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব রানা। কোষাধ্যাক্ষ আহমাদ গালিব, দপ্তর সম্পাদক মনির হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাজিদুল ইসলাম উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিব, সাংস্কৃতিক সম্পাদক জিন্নাত মালিয়াত সীমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তাহমিদ হাসান সজীব, ক্রিড়া সম্পাদক তানিম তানভীর। কার্যনির্বাহী সদস্যরা হলেন ইমানুল সোহান, মুখলেসুর রাহমান সুইট, মেহেদী হাসান রাফি ও মামুন মিয়া।

সভাপতি মাহমুদুল হাসান বলেন, সংগঠন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ক্যাম্পাসে সাংস্কৃতিক জাগরণ ও মুক্তবুদ্ধির চর্চা গতিশীল করাই আমাদের লক্ষ্য হবে।

এমটি/ এআর

Facebook
Twitter
LinkedIn
Email