ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নানা অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে মৌন মিছিল করেছে বাংলাদেশ ছাত্র মৈত্রী, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রীর দলীয় টেন্ড থেকে মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় ট্রেন্ডে শেষ হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসিরুল ইসলাম সৌরভের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মোর্শেদ, মাহমুদুল হাসান, অজয় কুমার দাস, সহ-সম্পাদক মিরাজ আল জামান অনিক ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা এইচ এম আরাফাত, দপ্তর সম্পাদক পবিত্র রায় পার্থ, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক রিপন রায়, অর্থ সম্পাদক রতন সাহা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ওয়ালিউল্লাহ বসুনিয়া ও সমাজ কল্যান সম্পাদক মুকিতুল হাসান তরঙ্গসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

সাধারণ সম্পাদক ইয়াসিরুল ইসলাম সৌরভ বলেন, ক্যাম্পাসের নানা অন্যায় ও অনিয়মের প্রতিবাদস্বরূপ আমাদের এই মিছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না। যার ফলে বারবার র‍্যাগিংয়ের মতো ঘটনা ঘটছে। এরআগে নিয়োগ নিয়েও হাস্যরস তৈরি হয়েছে। তারই প্রতিবাদ স্বরূপ আজ আমরা মৌন মিছিল করেছি।

এমটি/ এআর

Facebook
Twitter
LinkedIn
Email