ইবি প্রতিনিধি: বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বসন্ত বরণ উৎসব-১৪৩০ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বাংলা বিভাগ।

শনিবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাংলা মঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকি বিল্লাহ বিকুল। আরও উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহযোগী অধ্যাপক ড. শামীম আহমেদ ও ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. বর্ণালী মৈত্রসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বাঙ্গালী কৃষ্টি-কালচার ও সংস্কৃতির অন্যতম অংশ এই বসন্ত উৎসব। এই সংস্কৃতি সবার মধ্যে ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। আমার প্রত্যাশা আগামীতে এই আয়োজন আরো বৃহৎ পরিসরে আয়োজিত হবে এবং বাঙ্গালী সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে পড়বে।

বাংলা বিভাগের শিক্ষার্থী শোয়াইব আহমেদ বলেন, আজকে দিনটি খুবই আনন্দ ও উৎসাহের সাথে কেটেছে। বিভাগের সকলের অংশগ্রহণে একটি মিলনমেলা তৈরি হয়েছে।

এসময় বাংলা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মঞ্চ নাটক প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দ উৎসাহের সাথে রঙবেরঙের পাঞ্জাবি ও শাড়ি পরে বসন্তকে বরণ করে নিতে আসেন।

এমটি/ এআর

Facebook
Twitter
LinkedIn
Email