আবু হানিফ,জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে সকল কলাপসিবল গেট খোলা রাখা এবং এসি কক্ষগুলোতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, নিরাপত্তা জনিত কারণে বিশ্ববিদ্যালয়ের সকল ভবন,ক্লাস,অফিস কক্ষ,বারান্দা ও সিড়িসমূহের যে সকল স্থানে কলাপসিবল গেইট রয়েছে সেই গেইটগুলো খোলা রাখতে হবে। পাশাপাশি যেসকল ক্লাস,ল্যাব ও অফিস কক্ষে এসি রয়েছে সেসব জায়গায় অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেক হালিম জানান, সম্প্রতি রাজধানীতে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ভবনই কোন না কোনভাবে ঝুঁকিপূর্ণ। তাই দুর্ঘটনা এড়াতে অগ্নিনির্বাপক ব্যবস্থার প্রতি গুরুত্বারোপ ও কলাপসিবল গেইটগুলো খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর দেখভালের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

জানা যায়, সম্প্রতি রাজধানীর বেইলি রোড সহ বেশকয়েকটি বহুতল ভবনে অগ্নিকান্ডের ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের এমন সিদ্ধান্তে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ১২তম ব্যাচের রিয়াজ আহমেদ নামে এক শিক্ষার্থী সাধুবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিষয়টি যৌগিক সিদ্ধান্ত। শিক্ষার্থী ও অন্যান্যদের কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।
এমটি/ এআর

Facebook
Twitter
LinkedIn
Email