ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উপলক্ষ্যে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে ক্যাম্পাস।

শুক্রবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন প্রাঙ্গণে এর আয়োজন হয়। এতে বিভাগটির প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষে পর্যন্ত প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

উৎসব স্থলে গিয়ে দেখা যায়, বাহারি রকমের পিঠাপুলিতে সাজানো হয়েছে প্রতিটি স্টল। জামাই পিঠা, পুলি পিঠা, নকসি পিঠাসহ হরেকরকম পিঠা এতে স্থান পেয়েছে। বিভাগটির অ্যালামনাই ও শিক্ষার্থীদের জন্য টোকেনের ব্যবস্থা রাখা হয়েছে। টোকেন দিলেই মিলবে পিঠা, কফি, আইসক্রিমসহ সকল আইটেম। এদিকে সাংস্কৃতিক সন্ধ্যায় অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, নাটক, কবিতা পরিবেশিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ও এর চারপাশে রঙবেরঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

এছাড়াও, আগামীকাল রজতজয়ন্তী ও পুনর্মিলনীর মূল অনুষ্ঠানের মধ্যে রয়েছে সকাল ১০ টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, র‌্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা আয়োজন।

পুনর্মিলনী আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, ‘১৯৯৫ সালে বিভাগটি প্রতিষ্ঠা হওয়ার পর এটি আমাদের প্রথম পুনর্মিলনী ও একইসাথে রজতজয়ন্তী। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠন। যার মাধ্যমে আমাদের বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে বর্তমান শিক্ষক-শিক্ষার্থীসহ সবার সাথে একটি ভালো বন্ধন তৈরি হবে।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email