ইবি প্রতিনিধি: জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের রজতজয়ন্তী ও প্রথম পুনর্মিলনী। এতে বিভাগটির প্রতিষ্ঠালগ্ন থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনাসভায় মিলিত হয়।
সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহিনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. ড. মনজুরুল হক। আরও উপস্থিত ছিলেন ব্যাবসায় প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলিনা নাসরিনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। পরে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অ্যালামনাইরা বিভাগের প্রাণ। বিশ্ববিদ্যালয় আপনাদের অনেক দিয়েছে এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়কে অনেক কিছু দেওয়ার। বিশ্ববিদ্যালয়ের সুনামকে সারা বিশ্বের মাঝে তুলে ধরবেন। পুনর্মিলনীর মাধ্যমে নবীন-প্রবীন সকলের মাঝে বন্ধন তৈরি হবে।
এদিকে রজতজয়ন্তী ও পুনর্মিলনী উপলক্ষ্যে শুক্রবার ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের পাশে পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানকে ঘিরে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ও ক্যাম্পাসকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
এমটি/ এএটি