স্পোর্টস ডেস্ক: অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে উঠে গেছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে বার্সার হয়ে গোল করেছেন জাও ফেলিক্স, বরার্ট লেওয়ানডস্কি ও ফারমিন লোপেজ।

রোববার রাতে ঘরের মাঠে শুরুটা ভালো করেছিল অ্যাটলেটিকো। কিন্তু
স্বাগতিকদের দাপটকে টপকে ম্যাচের ৩৮ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। গোলটি করেন ফেলিক্স। লেওয়ানডস্কির দারুণ পাসে কাছ থেকে শট করে গোল করেন অ্যাটলেটিকো থেকে ধার করে আনা বার্সার এই পর্তুগিজ তারকা।

ফেলিক্সের গোলের পর লালকার্ড দেখেন বার্সা কোচ জাভি হান্দান্দেজ। রেফারিকে উত্যক্তকরণের জেরে তাকে লালকার্ড দেখানো হয়। মূলত, লেওয়ানডস্কির একটি ফাউল না দেওয়ার প্রতিবাদ করতে গিয়েছিলেন জাভি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন বার্সার ফরোয়ার্ড লেওয়ানডস্কি। তার ৪৭ মিনিটে করা গোলে ২-০ ব্যবধানে এগিয়ে কাতালনের ক্লাবটি। অ্যাটলেটিকোর ডিফেন্ডার রদ্রিগো ডি পলের কাছ থেকে বল নিয়ে লেওয়ানডস্কিকে পাস দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। সেই বলকে চলতি মৌসুমে নিজের ১৩তম গোল বানান পোলান্ড তারকা।

ম্যাচের ৬৫ মিনিটে অ্যাটলেটিকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ফারমিন লোপেজ। লেওয়ানডস্কির দ্বিতীয় অ্যাসিস্টে দারুণ হেডে গোল করেন তিনি।

বার্সার ৩ গোলে জর্জরিত অ্যাটলেটিকোকে এদিন ম্যাচের শেষ সময়ে দেখতে হয়েছে লালকার্ডও। ৯০+২ মিনিটে নাহুয়েল মলিনা লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অ্যাটলেটিকো।

দারুণ এই জয়ে জিরোনাকে তিনে নামিয়ে সেরা দুইয়ে উঠে এসেছে বার্সা। ২৯ ম্যাচের বার্সার পয়েন্ট এখন ৬৪। আর সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে বরাবরের মতোই শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।

এমটি/ এআর

Facebook
Twitter
LinkedIn
Email