স্টাফ রিপোর্টার: জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক পদে মোহাম্মাদ মুনীর চৌধুরীকে পুনঃনিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় আগামী এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়।
প্রশাসন ক্যাডারের সৎ, সাহসী ও দক্ষ কর্মকর্তা হিসেবে মুনীর চৌধুরীর বেশ সুনাম রয়েছে।
এই কর্মকর্তা বিজ্ঞান জাদুঘরের ব্যাপক উন্নয়ন, আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করেন। গত কয়েক বছরে বিজ্ঞান জাদুঘরের চিত্র পালটে দিয়ে এ প্রতিষ্ঠানকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি।
এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে বিভিন্ন সেক্টরে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়। তখন বহু সরকারি কর্মকর্তাকে গ্রেফতার ও দুর্নীতির অর্থ উদ্ধার করা হয়।
মুনীর চৌধুরী চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদপ্তর, ওয়াসা, বিদ্যুৎ, খাদ্য নিরাপত্তা, সমুদ্র পরিবহণ অধিদপ্তর, বিএসটিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধীনে ম্যাজিস্ট্রেসি অভিযান চালিয়ে হাজার হাজার কোটি টাকার সরকারি জমি ও সম্পদ উদ্ধার করেন।
সমুদ্র, নদী দূষণ এবং ভেজাল খাদ্য রোধেও রাষ্ট্রের পক্ষে ভূমিকা রাখেন তিনি। সরকারি প্রতিষ্ঠান মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনকালে দুর্নীতির মূলোৎপাটন করে প্রতিষ্ঠানটিকে লাভজনক পর্যায়ে নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেন।
এমটি/ এআর