অনলাইন ডেস্ক: গনিত শিক্ষার উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে জেলা ভিত্তিক অন্যতম গনিত ক্লাব Shariatpur Math Circle এর উদ্যোগে আগামী ৭ই জুন ২০২৪ শরীয়তপুরে ৪টি কেন্দ্রে একই সময়ে “তৃতীয় শরীয়তপুর গনিত অলিম্পিয়াড” অনু্ষ্ঠিত হবে।

শরীয়তপুর ম্যাথ সার্কেল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং তৃতীয় শরীয়তপুর গনিত অলিম্পিয়াড এর কনভেনার ডি এম জাহিদ জানান, আসন্ন অলিম্পিয়াডে শরীয়তপুরের বিভিন্ন এলাকার মোট ৮০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক হাজারের ও অধিক মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বাংলাদেশ জাতীয় গনিত অলিম্পিয়াড এর প্রনয়ণকৃত প্রশ্নেপত্রে চারটি ক্যাটাগরীতে এবারের অলিম্পিয়াড টি অনুষ্ঠিত হবে

কেন্দ্র : মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সময়: ৭ ই জুন, সকাল ১০.০০ টা।
অংশগ্রহনকৃত প্রতিষ্ঠান:
১. পালং তুলাসার গুরুদাস গভঃ হাই স্কুল ২. শিশু কানন কিন্ডার গার্ডেন ৩. কালেক্টরেট কিশলয় কে জি স্কুল ৪. মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ ৫. চিতলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬. তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
৭. আংগারিয়া হাই স্কুল ৮. শরীয়তপুর গভঃ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৯. আংগারিয়া গার্লস হাই স্কুল ১০. আংগারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১. শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১২. পালং উচ্চ বিদ্যালয় ১৩ . পালং সরকারী প্রাথমিক উচ্চ বিদ্যালয় ১৪. ধানুকা সরকারী প্রাথমিক উচ্চ বিদ্যালয় ১৫. ৭১নং কাশাভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৬. জাতির পিতা বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান সরকারী কলেজ ১৭. কাজী কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৮. উম্মুল কুরা মডেল মাদ্রাসা ১৯. সুবচিনী উচ্চ বিদ্যালয় ২০. ভোজেস্বর উচ্চ বিদ্যালয় ২১. নওগা মুনলাইট কিন্ডার গার্ডেন ২২. ৮০ নং ডিঙামানিক জি পি এস ২৩. ফ্রেন্ডস প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন এন্ড স্কুল ২৪. নড়িয়া পাইলট গালর্স হাই স্কুল ২৫. চাকধ্ হাই স্কুল ২৬. চাকধ্ সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৭. শহীদ নজরুল গার্লস হাই স্কুল ২৮. থিরপাড়া রেনেসা কিন্ডার গার্টেন ২৯. ৭৪নং কলারগাও জি পি এস ৩০. পন্ডিতসার হাইস্কুল ৩১. ৭৯ং পন্ডিতসার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩২. তাজনুর মেমোরিয়াল কিন্ডার গার্টেন ৩৩. সিংহল মুড়ি প্রাথমিক বিদ্যালয় ৩৪. বাড়ৈপাড়া প্রাথমিক বিদ্যালয় ৩৫. বিঝারি উপসী উচ্চ বিদ্যালয় ৩৬. সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ৩৭. কানেস্বর এস সি এডওয়ার্ড ইনিস্টিটিউশন ৩৮. নড়িয়া বি এল গভঃ হাই স্কুল ৩৯. কেদারপুর হাই স্কুল ৪০. গভঃ মহর আলী মডেল হাই স্কুল ৪১. জাজিরা গার্লস হাই স্ক‚ল এন্ড কলেজ ৪২. কুন্ডের চর কালুবেপারী হাই স্কুল এন্ড কলেজ ৪৩. বিলাসপুর কুদ্দুস বেপারী হাই স্কুল।

কেন্দ্র নাম: শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ সময়: ৭ই জুন, সকাল ৯.০০ টা
অংশগ্রহনকৃত প্রতিষ্ঠান:
১. চরভয়রা উচ্চ বিদ্যালয় ২. চরকুমারিয়া উচ্চ বিদ্যালয় ৩. ডি এম খালী নিউ মডেল একাডেমি ৪. ১০৯ নং তারাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫. আসাদ পাবলিক স্কুল এন্ড কলেজ ৬. দক্ষিন সখিপুর মাধ্যমিক বিদ্যালয় ৭. ৩৭নং খাস গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮. চরফিলিজ জয়নব স্কুল এন্ড কলেজ ৯. তারাবুনিয়া উচ্চ বিদ্যালয় ১০. হাজী শরীয়তুল্লাহ কলেজ ১১. সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ১২. চরচান্দা উচ্চ বিদ্যালয় ১৩. রাঢ়ী কান্দি হাজী বাড়ি উচ্চ বিদ্যালয় ১৪. আব্দুল গনি উচ্চ বিদ্যালয় ১৫. শহীদ বুদ্ধিজীবি ডাঃ হুমায়ন কবির উচ্চ বিদ্যালয় ১৬. আব্বাস আলী উচ্চ বিদ্যালয় ১৭. ইউরো বাংলা মডেল স্কুল।

কেন্দ্র: ভেদরগঞ্চ হেড কোয়াটার্স পাইলট স্কুল এন্ড কলেজ সময়: ৭ ই জুন, সকাল ৯.৩০ টা

অংশগ্রহনকৃত প্রতিষ্ঠান:
১ . প্রতিভা সাইন্স প্রিপারেটরি স্কুল ২ .গৈড্য এম এস ফাজিল ডিগ্রী মাদ্রাসা
৩ .ভেদরগঞ্জ কিন্ডার গার্ডেন ৪. ২০নং পূর্ব গৈড্য সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫. আনন্দ ভুবন কিন্ডার গার্ডেন ৬. ৩১ নং চর হোগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭. প্যাসিফিক ল্যাবরেটরি স্কুল ৮. নারায়ানপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ৯. ভেদরগঞ্চ হেড কোয়াটার্স পাইলট স্কুল এন্ড কলেজ ১০. দারুল আমান হাই স্কুল ১১. গভঃ এম এ রেজা কলেজ ১২. চরভাগা বঙ্গবন্ধু আউডিয়াল উচ্চ বিদ্যালয় ১৩ .সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ১৪. গভঃ আব্দুর রাজ্জাক কলেজ ১৫. আলহাজ্ব ইমাম উদ্দিন উচ্চ বিদ্যালয় ১৬. ৭৮ নং কার্তিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৭. সিড্যা উচ্চ বিদ্যালয় ১৮. সামন্তসার উচ্চ বিদ্যালয় ১৯. ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ২০. আলহাজ্ব আব্দুর রাজ্জাক সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

কেন্দ্র: গোসাইর হাট পাবলিক স্কুল সময়: ৭ ই জুন, সকাল ১০.০০ টা

অংশগ্রহনকৃত প্রতিষ্ঠান:
১. ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয় ২. ইদিলপুর সেকেন্ডারি গার্লস স্কুল ৩. সামন্তসার সেকেন্ডারী স্কুল ৪. গোসাইর হাট পাবলিক স্কুল ৫. ইদিলপুর মডেল গভঃ প্রাইমারি স্কুল।

Facebook
Twitter
LinkedIn
Email