স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তাদের সুশাসন প্রতিষ্ঠায় যথাযথ প্রযুক্তি প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী।
গত রোববার সাভারস্থ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উচ্চতর প্রশিক্ষণ কোর্স (এসিএডি)’ এ অংশগহণকারী উপসচিব পর্যায়ের এবং সশস্ত্র বাহিনীর সমপর্যায়ের ৭২ জন কর্মকর্তা বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে আসলে তাঁদেরকে নিয়ে ‘বিজ্ঞান ও প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “নদ-নদী দূষণকারী শিল্প কারখানার দূষণ বন্ধে স্যাটেলাইট প্রযুক্তির প্রয়োগ এখন সময়ের দাবী, যার মাধ্যমে কারখানার ইটিপি সঠিকভাবে চালু রাখার বিষয়টি পর্যবেক্ষণে আনা সম্ভব।
এছাড়া মাঠ পর্যায়ে প্রযুক্তি প্রয়োগ করে বিভিন্ন সেক্টরে সরকারি সেবা প্রদানে দুর্নীতি দমন ও নির্বিঘ্ন সেবা প্রদান নিশ্চিত করতে হবে। শুধু প্রযুক্তি প্রয়োগ করলেই হবেনা, প্রযুক্তির সঠিক ব্যবহারের সাথে সরকারি কর্মকর্তাদের কঠোর সততা ও মূল্যবোধও থাকতে হবে।”
সুশাসন প্রতিষ্ঠায় পরিদর্শনের গুরুত্ব উল্লেখ করে মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ব্রিটিশরা প্রশাসন পরিচালনায় পরিদর্শনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। পরিদর্শনের মাধ্যমে কাজের মান নিশ্চিত করা যায় ও অনিয়ম বন্ধ করা যায়। বর্তমানে ই-মনিটরিং-এ যা’ সহজসাধ্য হয়েছে। সরকার পর্যাপ্ত অর্থ ও জনবল দিচ্ছে, এখন প্রয়োজন নির্বিঘ্ন ও দুর্নীতিমুক্ত সেবা।” অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ শরীফ হাসান। এছাড়া সেমিনারে আলোচনায় অংশ নেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ জসীম উদ্দিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোঃ মোহাম্মদ সালাহ্উদ্দিন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আসাদুজ্জামান।
এমটি/ এএটি