স্টাফ রিপোর্টার: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম চৌধুরী, এমপি আর্ন্তজাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম সম্মেলনে যোগদান উপলক্ষে ৩রা জুন সোমবার সকাল ১০.১৫ ঘটিকায় ঢাকা থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন। পরদিন ০৪ জুন, মঙ্গলবার প্রতিমন্ত্রী মহোদয় আর্ন্তজাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম প্লেনারি সম্মেলনে যোগ দিবেন।
৫ জুন, বুধবার স্থানীয় সময় সকাল ১০.০০ ঘটিকায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আর্ন্তজাতিক শ্রম সংস্থার মহাপরিচালক H. E. Mr. Gilbert Houngbo এর সাথে এক সভায় মিলিত হবেন। এছাড়াও ৫ জুন, বুধবার প্রতিমন্ত্রী মহোদয় আর্ন্তজাতিক শ্রম সংস্থার (ILO) ১১২ তম প্লেনারি মিটিং এ বক্তৃতা করবেন এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের শ্রমমন্ত্রীদের সাথে বৈঠক করবেন।
আর্ন্তজাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি ইলেকশনে আগামী ৭ জুন শুক্রবার স্থানীয় সময় সকাল ১১.৩০ ঘটিকায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত থাকবেন এবং ১১-১২ জুন ১১২ তম আর্ন্তজাতিক শ্রম সংস্থার টেকনিক্যাল কমিটির সভায় যোগ দিবেন।
প্রতিমন্ত্রী ১৩ জুন বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৩.১৫ ঘটিকায় জেনেভা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
এমটি/ এএটি