স্টাফ রিপোর্টার: শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে মালিকরা লাভবান হবেন এবং দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী, এমপি।

রোববার ( ২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক WPPF (Workers Profit Participation Fund) এর চেক গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরো বলেন, WPPF এর মূল লক্ষ্য হলো শ্রমিকদের অবদানের স্বীকৃতি প্রদান, তাঁদের জীবনযাত্রার মান উন্নত করা এবং কোম্পানির মালিকানা ও পরিচালনায় তাঁদের অংশগ্রহণ বৃদ্ধি করা।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোম্পানিকে নীট মুনাফার ৫% অর্থ ৮০:১০:১০ অনুপাতে যথাক্রমে অংশগ্রহণ তহবিল, কল্যাণ তহবিল ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী BSRM ও Lafarge-Holcim সহ অন্যান্য সকল কোম্পানিকে বিধি মোতাবেক শ্রমিকদের জীবন মান উন্নয়নে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট পরিমাণ অর্থ হস্তান্তর করার জন্য ধন্যবাদ জানান।

এ দুটি কোম্পানির প্রতিনিধিদল যথাক্রমে ৩ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৩৪১ টাকা এবং ৩ কোটি ৪৬ লক্ষ ১৩ হাজার ৪২৫ টাকার দুইটি চেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরীর নিকট হস্তান্তর করেন।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মাহবুব হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন, BSRM এর হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স জনাব সৌমিত্র কুমার মুৎসুদ্দি, Lafarge-Holcim এর হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর জনাব এ কে এম আতিকুর রহমানসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email