স্টাফ রিপোর্টার: শরীয়তপুর ম্যাথ সার্কেলের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে তৃতীয় শরীয়তপুর গণিত অলিম্পিয়াড। অলিম্পিয়াডে ৮টি স্কুল থেকে ১২০০ শিক্ষার্থী অংশ গ্রহন করে। কেন্দ্র চারটি হলো মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ, ভেদরগঞ্জ হেড কোয়ার্টারর্স পাইলট উচ্চ বিদ্যালয়, গোসাইরহাট পাবলিক স্কুল।

বাংলাদেশ জাতীয় গনিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক সহযোগিতায় অনুষ্ঠিত অলিম্পিয়াড টিতে ভলেন্টিয়ার সাপোর্টে ছিলো ভলেন্টিয়ার ফর বাংলাদেশের শরীয়তপুর টিম অনান্য সহযোগিতায় ছিলো মতিউর রহমান ফাউন্ডেশন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ, সুন্দরভাবে অলিম্পিয়াড টি সম্পন্ন হওয়ায় আগত শিক্ষার্থীদের ক্লাবটির প্রসংশা করেন এবং এ ধরনের প্রতিযোগিতা আরো আয়োজন করলে শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন।

শরীয়তপুর ম্যাথ সার্কেল এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ডি এম জাহিদ বলেন, প্রখর চিন্তা শক্তির বিকাশ এর জন্য গনিত প্রাকটেসের বিকল্প নাই। শিক্ষার্থীদের গণিতের প্রতি আগ্রহী করে তুলতেই আমাদের এই আয়োজন। সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অবহ্যত রাখবো।

এমটি/

Facebook
Twitter
LinkedIn
Email