স্টাফ রিপোর্টার: ঢাকা জেলার উপজেলাসমূহের মধ্যে দোহারে সবচেয়ে বেশি মানুষ নির্ভরশীল। যা অনুপাতে ৫৭ দশমিক ৮৪ শতাংশ। তবে জেলার সাভারে এ অনুপাত সর্বনিম্ন। এখানে নির্ভরশীলতার অনুপাত ৩৩ দশমিক শুন্য পাঁচ শতাংশ।

বৃহস্পতিবার (২৭ জুন) জনশুমারী ও গৃহগণনা ২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে। এ অনুষ্ঠানে ঢাকা জেলার পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক শেলহ তানভীর আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

জনশুমারিতে উঠে এসেছে, দোহার জেলায় কাজে নিয়োজিত মোট জনসংখ্যার মধ্যে নারীর তুলনায় পুরুষের হার অনেক বেশি। একইভাবে, বর্তমানে যারা কাজ খুঁজছে তাদের মধ্যেও নারীর চেয়ে পুরুষের হার উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

জেলায় কাজে নিয়োজিত জনগোষ্ঠীর মধ্যে ৬২ দশমিক ৭৪ শতাংশ সেবাখাতে, ৩২ দশমিক ৬১ শতাংশ শিল্পখাতে ও ৪ দশমিক ৬৫ শতাংশ কৃষিখাতে কর্মরত রয়েছে। জেলার ১৫ ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যা যাদের নিজস্ব ব্যবহারের মোবাইল ফোন রয়েছে তাদের মধ্যে পুরুষের হার নারীর তুলনায় অনেক বেশি। জেলার ১৫ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যা যারা ইন্টারনেট ব্যবহার করে তাদের মধ্যে পুরুষের হার নারীর তুলনায় অনেক বেশি।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email