স্টাফ রিপোর্টার: ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওঅ্যান্ডএম) ইঞ্জিনিয়ার একেএম সহিদ উদ্দিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ঢাকা ওয়াসার দীর্ঘদিনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম আহমেদ খানের চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

এতদ্বারা সরকার ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রকৌশলী তাকসিম এ. খানের ২০২৩ সালের ১৪ অক্টোবর স্বাক্ষরিত তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করছে। এ আদেশ আজ থেকে কার্যকর হবে।

ঢাকা ওয়াসা দ্রুততম সময়ের মধ্যে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু করবে এবং ততক্ষণ পর্যন্ত জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব পালন করবেন,’ প্রজ্ঞাপনে বলা হয়।

সহিদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা ওয়াসার জ্যেষ্ঠতম উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করে চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছি। আমি আজ থেকেই ঢাকা ওয়াসার দায়িত্ব পালন শুরু করেছি। পরবর্তীসময়ে মন্ত্রণালয় থেকে এমডি নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত আমি এমডির দায়িত্ব পালন করব।’

তাকসিম এ খান অবশ্য দাবি করেছেন, তিনি তার পদ থেকে গতকাল পদত্যাগ করেছেন।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email