স্টাফ রিপোর্টার: আমাদের কোন এজেন্ডা নেই। সেটা রাজনৈতিকও না প্রশাসনিকও না। কারোর প্রতি অনুরাগ বা বিরাগ নেই। ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে কোন কম্প্রোমাইজ করবো না” বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৮ আগস্ট) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের সার্বিক বাজার/ দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কি বিষয়ে আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন , ব্যবসায়ীরা অযৌক্তিক কোন কিছু চায়নি।ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আছে , পোর্টে কিছু সমস্যা সেটা যদি একটু ক্লিয়ার। তারা সেটা য় সহযোগিতা চেয়েছে। আমরা বলেছি সেটা নিশ্চিত করা হবে।

ব্যাংকে এলসি খোলায় জটিলতা আছে কি না এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এলসি খোলা একদমই কমে যায়নি।কিছু ব্যাংকের সমস্যা আছে–বিদেশের ব্যাংকও যুক্ত আছে। এটার সমাধানে বাংলাদেশ ব্যাংক কাজ করছে।

ডলার সংকটে নিত্যপণ্য আমদানি ব্যাহত হচ্ছেনা জানিয়ে উপদেষ্টা বলেন , নিত্য প্রয়োজনীয় সার,কীটনাশক, জ্বালানি কিংবা খাদ্য কিছুই আটকে থাকছে না।বাংলাদেশ ব্যাংক যেভাবে পারুক ম্যানেজ করছে বলে যোগ করেন তিনি।
সাম্প্রতিক বন্যায় নিত্যপণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন আহমেদ বলেন,সারাদেশে বন্যা হয়নি।সাময়িক অসুবিধা হলেও এখন সে সমস্যা আর নেই।

এসময় বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন, খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন,কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email