স্টাফ রিপোর্টার: রাজধানীর ভাসানটেক থানা এলাকায় গুলি করে ফজলু নামে এক যুবককে হত্যার মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত এই আদেশ দেন।

সাত দিনের রিমান্ড শেষে শ্যামল দত্তকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ভাসানটেক থানার উপপরিদর্শক মো. সাহিদুল বিশ্বাস। এ সময় শ্যামল দত্তের পক্ষে আইনজীবী শ্যামল কান্তি সরকার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর গত ৫ আগস্ট হাজার হাজার জনতা বিজয় উদযাপন করতে বের হয়। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে ভাসানটেক থানার মিরপুর-১৪ নম্বরে আওয়ামী নেতাকর্মীদের হামলা ও গুলিতে ফজলু নিহত হন। এ ঘটনায় শেখ হাসিনাসহ ১৬৫ জনের বিরুদ্ধে মামলা করেন তার ভাই।

এমটি/

Facebook
Twitter
LinkedIn
Email