অনলাইন ডেস্ক: সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনায় করা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাকে দেয়া হাইকোর্টের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

মঙ্গলবার রানাছে ছয় মাসের জামিন দেন বিচারপতি আতাউর রহমান ও কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসাথে তাকে কেনো স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত।

তবে সোহেল রানার জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবেন বলে ওইদিনই জানিয়েছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রানা।

এর আগে গত বছর রানাকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। পরে জামিনের বিরোধিতা করে আপিল করে রাষ্ট্রপক্ষ।

সে আবেদনের শুনানি নিয়ে ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের সেই নির্দেশনা বাস্তবায়ন না করায় পুনরায় হাইকোর্টে জামিনের আবেদন করেন আসামি রানা। সেই আবেদনে সাড়া দিয়ে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

২০১৩ সালে সাভারের আলোচিত রানা প্লাজা ধসে নিহত হন এক হাজার ১৩৫ জন। ওই ঘটনায় রানাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন সাভার থানার এসআই আলি আশরাফ।

আলোচিত ওই মামলায় বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ চলছে। এখন পর্যন্ত ৯৩ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email