অনলাইন ডেস্ক: বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় আজ সোমবার (৭ অক্টোবর) সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা নাজমুল হাসান তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে গতকাল রবিবার রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান বলেন, ‘আজ বিকালে ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে।’
তালিবুর রহমান আরও বলেন, ‘তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। গ্রেপ্তার এই সাবেক মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে এখনও সে সিদ্ধান্ত হয়নি।’
পরে তাকে পল্টন থানায় দায়ের করা মকবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২২ সালে বিএনপি দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান মকবুল।
এছাড়া খিলগাঁও থানায় করা পৃথক চারটি মামলায়ও সাবেরকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সিএমএম আদালতের হাকিম সাইফুর রহমানের আদালত এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
সাবের হোসেন চৌধুরী ২০০৮-২৪ সময়কালে ঢাকা-৯ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতিও। তিনি ১৯৯৯-২০০১ সালে বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালের অক্টোবরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ পান তিনি। শেখ হাসিনা সেসময় সংসদে বিরোধীদলীয় নেত্রী ছিলেন।
২০২৩ সালের ১২ জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন।
তিনি ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এমটি/ এএটি