শরীয়তপুর প্রতিনিধি: দলিল জালয়াতি মামলায় আসিফ সরকারকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (৭ অক্টোবর) দুপুরে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তার নিপা এই আদেশ দেন। আসামী আসিফ সরকার শরীয়তপুর জেলার সখিপুর থানাধীন নয়ন সরকার কান্দি গ্রামের মৃত মুনছুর আহমেদ সরকারের ছেলে।

মামলার আর্জি সূত্রে জানা যায়, আসামী আসিফ সরকার ১৯৬১ সনের মৃত হাজী নয়ন শরীফ সরকারের কাছে থেকে জমি ক্রয় করেছেন মর্মে জালিয়াতির মাধ্যমে একটি দলিল সৃষ্টি করে। সেই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, বিগত সময় এসিড সন্ত্রাস ও মাদক মামলায় একাধিকবার হাজতে গিয়েছে । এছাড়া তার বিরুদ্ধে বাজারের দোকান দখল ও চাদাবাজীর অভিযোগও রয়েছে।

মামলার বাদী ইকবাল শরীফ সরকার বলেন, হাজী নয়ন শরীয় সরকারের নাতির ছেলে প্রতারক আসিফ সরকার। জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করা ১৯৬১ সালের একটি দলিল দিয়ে মরহুম হাজী নয়ন শরীফ সরকারের জমি দখলের চেষ্টা করে। অথচ হাজী নয়ন শরীয় সরকারে জীবদ্দশায় জমি ক্রয় ছাড়া বিক্রি করার ইতিহাস নাই। বিষয়টি নিয়ে এলাকায় ও থানায় দরবার শালিশী হয়। সেখানে আসিফ সরকার একটি দলিল বের করে। সেই দলিলের কোন অস্তিত্ব না থাকায় আদালতে সিআর ৯৯/২০২৪ মামলা দায়ের করি। আদালত সখিপুর থানা পুলিশের মাধ্যমে তদন্ত করে সত্যতা পায়। পরে আদালত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করে।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, দলিল জালিয়াতি মামলার ওয়ারেন্টের আসামী আসিফ সরকার। আজ সে আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে হাজতে প্রেরণ করেছে।

সিআর/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email