জাবি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা, ফাতেহা-ই ইয়াজদাহাম এবং লক্ষীপূজা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বিএম আজিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ”
কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ নিম্নরূপভাবে বন্ধ থাকবে। ১। ক্লাস ছুটি : ০৯-১০-২০২৪ হতে ১৬-১০-২০২৪ তারিখ (বুধবার হতে বুধবার) পর্যন্ত ৮দিন। ২। অফিস ছুটি : ১৩-১০-২০২৪ হতে ১৬-১০-২০২৪ তারিখ (রবিবার হতে বুধবার) পর্যন্ত ৪দিন”।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিস সমূহের জন্য আলাদা ছুটি ঘোষণা করা হয়। দুর্গাপূজার জন্য ৯ থেকে ১৬ অক্টোবর (বুধবার ) পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে। এবং বিশ্ববিদ্যালয়ের অফিস ছুটি থাকবে ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ৪ দিন।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের হল এবং চিকিৎসা কেন্দ্র যথারীতি খোলা থাকবে। আর পরিবহন চলবে ছুটির শিডিউলের মতো করে শুধু ক্যাম্পাস-বঙ্গবাজার-ক্যাম্পাস রোডে।
এমটি/ এএটি