শরীয়তপুর প্রতিনিধি: পদ্মা সেতু থেকে শরীয়তপুর পর্যন্ত সংযোগ সড়কের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে শরীয়তপুরের সর্বস্তরের জনগন। নাওডোবা জিরো পয়েন্ট থেকে জেলা শহর পর্যন্ত চলাচলের অনুপযোগী সড়ক দ্রুত বাস্তবায়নসহ সংস্কারের দাবিতে রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার সকল শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন। যারা জনসাধারণের এই দূর্ভোগ ও দূর্দশার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, এই সড়ক বাস্তবায়নের জন্য ১ হাজার ৬০০ কোটি টাকা একনেকে পাশ হয়েছে চার বছর আগে। এই পর্যন্ত ২৭ কিলোমিটার সড়ক বাস্তবায়নে দৃশ্যমান কোন অবকাঠামো চোখে পড়ে না। কোথায় সেই টাকা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক নিশ্চই জানেন। তারা আমাদের জানাবেন সেই টাকা কোথায় এবং কিভাবে আছে।
আগামী ৬ মাসের মধ্যে যদি সড়ক বাস্তবায়ন না হয় তাহলে আবারও আপনাদের মুখোমুখি হব আমরা। আর আপনারা যদি না পারেন তাহলে বাংলাদেশ সেনাবাহীনিকে দায়িত্ব দিয়ে দেন। তাদের প্রতি আমাদের আস্তা আছে।
এমট/ি এএটি