অনলাইন ডেস্ক: গত মাসে শুরু হয়েছে লাল বলের ক্রিকেটে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। লংগার ভার্সনের খেলা শেষ হলেই শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যা আগে থেকেই পূর্ব নির্ধারিত ছিল। দিন কয়েক আগে জানা গিয়েছিল টুর্নামেন্টে শুরুর সময় এবং ভেন্যুর তালিকা।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে আগামী ১১ ডিসেম্বর থেকে। আর এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। আসন্ন এই টি-টোয়েন্টি লিগ দিয়ে আবারো মাঠে ফিরছেন তামিম ইকবাল।

বুধবার (১৩ নভেম্বর) বিসিবির নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমকে বলেন, ‘তামিমকে নিশ্চয়ই সেই ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসতে হবে, ফিটনেস টেস্টে অংগ্রহণ করে। তামিমের কল রয়েছে, এ ছাড়া বোর্ডের টপ ম্যানেজমেন্টের কল রয়েছে।’

‘এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছা পোষণ করেছে সে (তামিম)। সেই জায়গাতে তার খেলাটা মোটামুটি কনফার্ম বলতে পারেন। কয়টা ম্যাচ খেলবে, কি করবে এটা এখনো সময় রয়েছে। তো সেটা আমরা আলোচনা করব।’

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে পারে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

এদিকে ডিসেম্বরেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আর তার আগেই এই নতুন টুর্নামেন্টের করতে যাচ্ছে বিসিবি। মূলত দেশি ক্রিকেটারদের কথা চিন্তা করেই এমন টুর্নামেন্ট আয়োজন বিসিবির।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email