জেলা প্রতিনিধি: পিরোজপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পতিত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ায় ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

জেলার নেছারাবাদ উপজেলার জুলুহার বাজারে রোববার (২৪ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ছাত্রদলকর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিয়্যাক্ট দিয়েছিলাম। এ কারণে আজ সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসসহ ১০-১২ জন ছাত্রলীগের লোক লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়।

এ হামলায় সিয়াম ছাড়াও আহত হয়েছেন ছাত্রদলকর্মী মো. হাসান ও রিয়ান।

অভিযুক্তরা হলেন উপজেলার জুলুহার গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে আরজু। তারা সবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।

হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বক্তব্য পাওয়া না গেলেও মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

তিনি বলেন, সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। আর ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিয়্যাক্ট দেওয়ার ঘটনা নিয়ে মারামারি হয়েছে।

এমটি/ এএটি

Facebook
Twitter
LinkedIn
Email